ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি, রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।
Today will be a memory of Tomorrow It will be written on the book of mind. Look at these leaves a little tomorrow, You will find me in the midst of your memories.
“চোখের কি দোষ বল” “দেখতে চায় তোমাকে” “দৃষ্টির কি দোষ বল” “ভাল লাগে তোমাকে” “প্রভুর কি দোষ বল” “বানিয়েছে তোমাকে” “মনের কি দোষ বল” “মন চায় তোমাকে” “হৃদয়ের কি দোষ বল” “সুন্দর লাগে তোমাকে” “আমার কি দোষ বল” “ভালবাসি তোমাকে”
“আকাশ জানে তারা জানে জানে বনের পাখি তোমায় আমি কত ভালোবাসি জানে দু’চোখের আঁখি”।
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া., আমার জীবনে কোনও স্বপ্ন নেই তুমি ছাড়া ., আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া., আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ., আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া., আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !