এসল্ট রাইফেল ও সাবমেশিনগান দুটো ভিন্ন ধরনের অস্ত্র।সাইজ, ওজন, এমুনিয়েশন, ফায়াররেট ও রেঞ্জের পার্থক্য রয়েছে বিধায় দুই ধরনের অস্ত্র যার যার ফিল্ডে সেরা, একটার সাথে আরেকটার তুলনা করাটা বোকামি।
পোস্টের শুরুতেই আপনাদের দু ধরনের অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিব যা অনেকের কাছেই নতুন।
আপনি যদি সাবমেশিনগানের মত সাইজ ও ওজন চান, একই সঙ্গে ফায়াররেট, এমুনিয়েশন এসল্ট রাইফেলের চান তবে কিছু বিশেষায়িত শর্ট ব্যারেল রাইফেল (SBR) রয়েছে।এগুলোর ওজন, সাইজ সাবমেশিনগানের মত কিন্তু বৈশিষ্ট্য প্রায় এসল্ট রাইফেলের মত।
(SBR হতে হলে নূন্যতম ব্যারেল ১৬ ইঞ্চি ও টোটাল সাইজ ২৬ ইঞ্চি হতে হবে )
২য় ধরনের অস্ত্রটি হচ্ছে Integrally
suppressed weapon (ISW)। মাজল ফ্ল্যাশ ও শব্দকে আড়াল করতে অস্ত্রের মাথায় আলাদা সাপ্রেসর লাগানো হয় যাকে আমরা সাইলেন্সার নামেও চিনি।কিন্তু ISW তে জন্মগত সাইলেন্সার বিদ্যমান! অর্থাৎ এর ব্যারেলের সাথেই সাইলেন্সার বিদ্যমান, আলাদা করে না লাগালেও চলবে।ফলে যেকোনো অবস্থায় এটি শব্দ খুব কম করে গুলি ছুড়তে পারে।তবে বাড়তি সাপ্রেসর লাগালে সেটি আরো সাইলেন্সড হবে।এটার কারণে রেঞ্জ সামান্য কমে যায়।তবে মনে রাখবেন যে এধরনের সাবমেশিনগান বা SBR গুলো কম রেঞ্জের অপারেশনে (যেমন ক্লোজ কোয়ার্টার কমব্যাট) ব্যবহার করা হয়।বাঙালি রেঞ্জ কম দেখলেই মনে করে অস্ত্র 'খেলা পারেনা' 🙈
AAC Honey Badger হচ্ছে তেমনি একটি অস্ত্র যার মধ্যে আপনি উপরে বর্ণিত দুই ধরনের সুবিধাই পাবেন।U.S. Special Operations Command (SOCOM) তাদের স্পেশাল ফোর্সদের এমন একটি অস্ত্র চাচ্ছিলো যার ধ্বংসক্ষমতা এম-৪ বা এম-১৬ এসল্ট রাইফেলের মত আর সাইজ, ওজন, বহনযোগ্যতা বিখ্যাত সাবমেশিনগান এমপি-৫ এর মত।আরো ভালোভাবে বললে এমপি-৫ এর Integrally suppressed ভার্শন MP-5SD এর মত।
তাই মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেমিঙটনের অঙ্গপ্রতিষ্ঠান Advanced Armament Corporation (AAC) বিখ্যাত মার্কিন অস্ত্র AR-15 এর উপর ভিত্তি করে AAC Honey Badger নামের শর্ট ব্যারেল ইন্ট্রিগ্র্যালি সাপ্রেসড রাইফেলটি নির্মাণ করে।এটি নামকরণ করা হয় 'হানি ব্যাজার' নামে বেজির মত দেখতে একপ্রকার চারপেয়ে স্তন্যপায়ী প্রাণীর নামানুসারে যা গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে ভয়ডরহীন প্রাণী
(world's most fearless animal) হিসেবে স্বীকৃত।#ইউটিউবে হানি ব্যাজারের ইঁদুর, বেজি, গোখরা সাপ,আস্ত মহিষ, হরিণ এমনকি সিংহকে ও এট্যাক করার ভিডিও পাবেন।মোটকথা এই প্রাণীটি কাউকে এট্যাক করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবেনা।এজন্য এই ভয়ংকর প্রাণীটির নামে অস্ত্রটির নামকরণ করা হয়।
এটি এমনিতেই সাইলেন্সড, তার উপর এটি ১৪.২৬ গ্রাম ওজনের সাবসনিক .300 Blackout (৭.৬২x৩৫এমএম) নামের স্পেশাল এমুনিয়েশন ফায়ার করে।এছাড়া আলাদা সাপ্রেসর ও লাগিয়ে আরো নিঃশব্দে শত্রুকে পুত করে দেয়া যাবে 😎
খালি অবস্থায় ২.৯৬ কেজি ওজনের এই রাইফেলটি বাড়তি সাপ্রেসর ছাড়া এটি মাত্র ২ফিট লম্বা, সাপ্রেসর লাগালে ২.৪১ ফিট।এতে মাত্র ৬ ইঞ্চি সাপ্রেসড ব্যারেল ব্যবহার করা হয়েছে তবে রেঞ্জ ৪৬০ মিটার! এটা সম্ভব হয়েছে .৩০০ ব্ল্যাকআউট কার্টিজের কারণে।এতে হলোগ্রাফিক সাইট, লেজার এইম পয়েন্টার, ফ্ল্যাশলাইট লাগিয়ে পারফেক্ট CQB রাইফেল বানানো যাবে, ফায়াররেট ৮০০ রাউন্ড পার মিনিট।
তবে এই রাইফেলটি ২০১২ সালে বানানো হলেও এখনও ইউএস স্পেশাল ফোর্সে পুরোমাত্রায় ব্যবহার করা শুরু হয়নি।এর পিছনে মজার একটি গুটিবাজির ইতিহাস রয়েছে।সিগ সাওয়ার নামের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে অনেকেই চিনেন, এই কোম্পানির বেশ কয়েকটি জনপ্রিয় পিস্তল রয়েছে (Sig P226, P320 আমার অন্যতম ফেভারিট পিস্তল)।সিগ সাওয়ার কোম্পানি হানি ব্যাজার রাইফেলের ডেভেলপমেন্ট এর কথা শুনে তড়িঘড়ি করে তাদের MCX রাইফেলটি বাজারে আনে যা .300 ব্ল্যাকআউট এমুনিয়েশন তো বটেই, বহুল ব্যবহৃত ৫.৫৬x৪৫ এমএম ন্যাটো রাউন্ড ও ফায়ার করতে পারে।ফলে ইন্ট্রিগ্র্যালি সাপ্রেসড বৈশিষ্ট্য বাদে হানি ব্যাজারের বেশিরভাগ বৈশিষ্ট্য MPX এর ছিল।এমুনিয়েশন এর সহজলভ্যতা ও স্পেশাল ফোর্স সোলজারদের স্বাচ্ছন্দের কারণে MPX টেন্ডার জিতে নেয় এবং হানি ব্যাজারের মালিক কেভিন হেরিংটনের মুখ ব্যাজার হয়ে যায় 😂
তবে তারা দ্রুতই এর আপগ্রেড এনেছিল, MPX এর যেখানে দুইরকম বুলেটের জন্য দুই রকম ম্যাগাজিন লাগতো সেখানে হানি ব্যাজার তার ৩০ রাউন্ডের কাস্টমাইজ স্ট্যানাগ ম্যাগাজিনে দুই রকম বুলেট ধারণ করতে সক্ষম।ততদিনে ১০০ বেশি কোম্পানি .৩০০ ক্যালিবারের পলিমার কেস বুলেট বানাতে শুরু করে এবং সিভিলিয়ান মার্কেটে সেমি অটোমেটিক পার্সোনাল ডিফেন্স ওয়েপন (PDW) ছেড়ে হানি ব্যাজার বেশ জনপ্রিয়তা পায়।এর দাম জনপ্রিয় মার্কিন সিভিলিয়ান রাইফেল AR-15 থেকে সামান্য বেশি (১৮০০ থেকে ২৯০০ ডলার)।
পরবর্তীতে ইউএস মেরিনের স্পেশাল ফোর্স পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার শুরু করেছে।ধীরে ধীরে অন্যান্য ইউনিট CQB অপারেশনের জন্য অন্যান্য অস্ত্রের পাশাপাশি এটি বেছে নিবে।এছাড়া হেলিকপ্টার, ট্যাংক ও ফাইটার পাইলটদের পার্সোনাল ডিফেন্স ওয়েপন হিসেবে এটি দেয়ার পরিকল্পনা রয়েছে।